gramerkagoj
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম শেয়ারবাজারে সূচকের উল্লম্ফন: ডিএসই ও সিএসইতে লেনদেন বেড়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ : অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা যুক্তরাষ্ট্র-জাপানের মহাকাশ যুদ্ধ শুরু! দিনাজপুরে পাকেরহাট সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আজ ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা : ৪৬ জন আটক চোখের অস্ত্রোপচারের জন্য ব্যাংককে গেলেন মির্জা ফখরুল ভারতের মুসলিম নারী সাংবাদিক উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে শিল্পী ও সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার চলতি বছরের হজে সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
নকল ভেবে আসল সাপের সঙ্গে শুটিং অমিতাভের
প্রকাশ : সোমবার, ১২ সেপ্টেম্বর , ২০২২, ০৩:১৫:১৪ পিএম
বিনোদন ডেস্ক:
1662974131.jpg
নকল ভেবে আসল সাপের সঙ্গে শুটিং করেছিলেন অমিতাতের বলিউড তারকা অমিতাভ বচ্চন। বুকের ওপর সাপ রেখে শুটিং করেছিলেন বিগ বি। পরে জানতে পারেন নকল নয়, সেটি আসল সাপ। এ কথা শুনে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অমিতাভের!ঘটনার কথা স্মরণ করে প্রবীণ এই অভিনেতা বলেন, তিনি খুব ভয় পেয়েছিলেন সেই সময়। অমিতাভ তাঁর জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর সর্বশেষ পর্বে সেই গল্পই ফাঁস করেছেন।প্রতিযোগী নবীন শো চলাকালীন বলেন, ‘একবার পার্কে সাপ দেখে গায়ে জ্বর এসে গিয়েছিল তার। তখন অমিতাভ বলেছিলেন, ‘আমি আপনাকে কী বলব? একই কারণে আমার অনেকবার জ্বর হয়েছে। আমি যেই পেশায় আছি, সেখানে সাপ থেকে দূরে থাকা খুবই কঠিন।’বিগ বি আরও বলেন, ‘আমাদের প্রায়শই এমন দৃশ্য দেখা যায় যেখানে আমাদের সাপের সঙ্গে কথা বলতে হয় এবং তাঁদের আমাদের কামড় না দেওয়ার জন্য অনুরোধ করতে হয়। এমন একটি দৃশ্যে আমাকে বুকের উপর সাপ রাখতে হয়েছিল। বলতে পারেন, ভয়ে আমার মরে যাওয়ার মতো অবস্থা। ওদের বলতে শুরু করেছি, আমি করতে পারব না। আমি আমার পরিচালককে বলেছিলাম যে আমি এই দৃশ্যটি করতে পারব না।’অমিতাভ মজা করে বলেন, ‘অনেক কষ্টের পরে ওরা আমাকে বলেছিল, আমরা আপনার সামনে একটি নকল রাবারের সাপ রাখব এবং আপনি তাঁকে আপনার সংলাপগুলো বলতে পারেন এবং আমি হ্যাঁ বলেছিলাম- এটি করা যেতে পারে। শোনার পর আমি খুব শান্ত হলাম, আমি নকল সাপের সঙ্গে কথা বললাম, তাঁকে আমাকে কামড় না দিতে এবং ফিরে যেতে বললাম। দৃশ্যটি পুরোপুরি ঠিক ছিল এবং সেটে সকলে হাততালি দিয়েছিল। পরে, আমার এক সহকারী আমাকে বলেছিলেন যে সাপটি রাবারের তৈরি নয়, এটি একটি আসল সাপ যার সঙ্গে আমি দৃশ্যটি করেছি। আরে স্যার কী বলব, এরপর তাঁকে ধরে আমি মারধর করেছি।’ 

আরও খবর

🔝