gramerkagoj
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ও দায়হীনতায় ক্ষুব্ধ স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম রংপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত 'Dance Of The Hillary' ম্যালওয়্যার দিয়ে ব্যক্তিগত তথ্য চুরি করছে হ্যাকাররা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবেনা এতদিন যেখানে লুকিয়ে ছিলেন সংগীতশিল্পী মমতাজ উন্নতির সুযোগ তুলার, কাজে লেগে থাকুন বৃষ অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী গ্রেপ্তার ১৬ বছর পর বদরগঞ্জের লোহানীপাড়ায় বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু’বন্দির মধ্যে মারামারি
প্রকাশ : বুধবার, ১৪ সেপ্টেম্বর , ২০২২, ১০:০০:৪৫ পিএম
কাগজ সংবাদ :
1663171269.jpg
যশোর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত দু’বন্দির মধ্যে মারামারিতে আব্দুল জব্বার (৪০) নামে একজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল জব্বার (কয়েদি নং-১৩১৮) মেহেরপুর জেলার গাংনী উপজেলার হারডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। এদিকে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কারাকর্তৃপক্ষ। একইসাথে তিনজন কারা সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও হামলাকারী অপর আসামি খুলনার লবলচরা এলাকার মৃত সেকেন্দারের ছেলে আজিজুর রহমান পলাশের (কয়েদি নং-২৮০৮) বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারাগার সূত্র জানায়, আসামি আব্দুল জব্বার ও পলাশ একই সেলে পাশাপাশি রুমে থাকেন। তারা দু’জনই মৃত্যুদন্ডে দন্ডিত। তাদের মধ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পলাশ ক্ষিপ্ত হয়ে জব্বারের মাথায় আঘাত করে। সকাল ৯টায় বিষয়টি কারারক্ষী টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে অপর একটি সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় দায়িত্বে থাকা কারারক্ষী আজিবর রহমান ও প্রধান রক্ষী সাইদ এবং প্রধান রক্ষী শাহজাহানের বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, তিনি বিষয়টি জানতে পেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতকে উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় পলাশের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। 

আরও খবর

🔝