gramerkagoj
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ১৫ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যুবলীগের ব্যানার উদ্ধারের ঘটনায় বিপুল, হাজী সুমন, শাহারুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ তদন্ত প্রতিবেদন না পেয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা অপরিহার্য নবাবগঞ্জ অবৈধভাবে বালু উত্তলনের সরঞ্জাম আটক নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়, এটি অবৈধ ও অযৌক্তিক কিমের সঙ্গে দেখা হয়নি ট্রাম্পের, তবে ভবিষ্যতে দেখা হবে সংস্কার কমিশনকে ভিন্নখাতে চালিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন চেয়েছে বিএনপি নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা প্রকাশ করল নির্বাচন কমিশন ভারতের এইচপিসিএল-মিত্তাল এনার্জি রাশিয়ার তেল ক্রয় স্থগিত করেছে
শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যু : মির্জা ফখরুলের শোক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর , ২০২২, ০২:৪৮:১৯ পিএম
ঢাকা অফিস : :
1663231724.jpg
স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক, সাবেক উপ-প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন, দেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতান্ত্রিক আদর্শই ছিল মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের রাজনৈতিক জীবনের পথচলা।ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীকার ও স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।তাঁর মৃত্যুতে দেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্যিকারের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও ব্যক্তিত্বকে হারালো যার অভাব সহজে পূরণ হবার নয়। মরহুম শাহ মোয়াজ্জেম হোসেন ইহকালের মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেও দেশবাসীর হৃদয় থেকে কোনোদিনও বিস্মৃত হবেন না। তিনি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। স্বাধীনতাযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা দেশবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।তিনি বলেন, গণতন্ত্রের প্রতি তাঁর ছিল অবিচল আস্থা। তিনি রাজনীতির পাশাপাশি সমাজসেবার নানাবিধ কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছিলেন। সরকারের মন্ত্রী হিসেবেও তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।  দলমত নির্বিশেষে তিনি ছিলেন সবার নিকট একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাঁর মৃত্যু দেশের জন্য গভীর শুন্যতা। আমি শাহ মোয়াজ্জেম হোসেনের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।  বর্ষীয়ান রাজনীতিক শাহ মোয়াজ্জেম হোসেন ১৪ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ মিনিটে গুলশানের নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আরও খবর

🔝