gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি হলেন যশোরের মুতাছিম বিল্লাহ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর , ২০২২, ০৬:২০:৪৬ পিএম
কাগজ সংবাদ :
1663244468.jpg
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন যশোরের মনিরামপুরের সন্তান মুতাছিম বিল্লাহ। সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন। মুতাছিম বিল্লাহ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ম সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে স্নাতক মুতাছিম বর্তমানে জাপানিজ স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।মুতাছিম বিল্লাহ ২০০৫-০৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরই জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় হন। ২০০৭ সালের ১/১১ পরবর্তী ফখরুদ্দিন -মঈনুদ্দিন সরকারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি আন্দোলন -সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। এক পর্যায়ে ক্যাম্পাস এবং ঢাকার রাজপথ থেকে গ্রেফতার হয়ে কয়েকবার কারাভোগ করেছেন এই ছাত্রনেতা। উল্লেখ্য, বাবা জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুর রশীদ, মা গৃহিনী রওশনারা খাতুনের তিন সন্তানের মধ্যে বড় ছেলে মুতাছিম বিল্লাহ। ২০০৩ সনে এসএসসি ও ২০০৫ সনে এইচএসসিতে কৃতিত্বের সাথে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। দাদা মরহুম আলহাজ্ব আব্দুর রহিম বিশ্বাস ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। মনিরামপুর উপজেলায় অসংখ্য স্কুল, কলেজ, মাদরাসা, এতিমখানা ও হেফজখানা প্রতিষ্ঠা করেছিলেন।

আরও খবর

🔝