gramerkagoj
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
gramerkagoj
পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের
প্রকাশ : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর , ২০২২, ০৩:২২:১৪ পিএম
বিনোদন ডেস্ক::
1663665755.jpg
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে ব্যাপক পরিচিতি পাওয়া গায়ক আকবরের পায়ের কিছু অংশ কাটা হয়েছে। এমনটিই জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, গায়ক আকবরের পা কাটা হতে পারে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন তিনি।  তার পায়ের গোড়ালিতে পচন ধরেছে। এজন্য ১৮ জন চিকিৎসক নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।  আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, সোমাবার পায়ের গোড়ালির কিছু অংশ অস্ত্রোপচার করে কাটা হয়েছে। পুরোটা এখনো কাটার সিদ্ধান্ত হয়নি। তার দুটো কিডনিই ড্যামেজ, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। এখন বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। পুরো পা কাটার সিদ্ধান্ত হয়নি।বাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আকবরের মেয়ে অথৈ রাতে লেখেন, আব্বুর অবস্থা খুবই খারাপ। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুকে মাফ করে দাও। আমার আব্বুকে সুস্থ করে দাও। আব্বুর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। সবাই মন থেকে আব্বুর জন্য দোয়া করবেন। 

আরও খবর

🔝