gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ওয়ানডে ক্রিকেটে আগ্রহ নেই
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর , ২০২২, ০২:৪৪:২৩ পিএম
ক্রীড়া ডেস্ক::
1665045883.jpg
কিছুদিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অ্যারন ফিঞ্চ। ওয়ানডের জার্সি তুলে রাখলেও এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।অস্ট্রেলিয়ার ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠেয় হবে এবার, আর এবারই দলটির অধিনায়কের গুরুদায়িত্ব পড়েছে অ্যারন ফিঞ্চের কাঁধে। ঠিক এই কারণেই কি টি-টোয়েন্টি ক্রিকেটকে রোমাঞ্চকর বলছেন ফিঞ্চ। আশা রাখছেন আরো কিছুদিন টি-টোয়েন্টি চালিয়ে যাবেন এ অজি অধিনায়ক।ফিঞ্চ বলেন, ‘এটি এমন কিছু যার জন্য আমি কোনো অনুশোচনা করছি না। ৫০ ওভার ফিল্ডিং করার চিন্তা আমাকে আর রোমাঞ্চিত করে না। ২০ ওভার অবশ্যই রোমাঞ্চকর। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আশা করি এটি আমাকে আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলতে সহায়তা করবে।’অ্যারন ফিঞ্চ ক্রিকেট থেকে অবসরের পর কোন কাজটি মিস করবেন, এটাও অনেকেই জানেনা। তবে এ বিষয় নিয়ে মুখ খুললেন ফিঞ্চ নিজেই, জানালেন ক্রিকেট মাঠের অনুশীলন মিস করবেন এই অধিনায়ক।এ নিয়ে ফিঞ্চ বলেন, ‘একমাত্র যে জিনিসটি আমি মিস করবো তা হল অনুশীলন। আমি আসলে অনুশীলন করতে ভালোবাসি।’

আরও খবর

🔝