gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান বিএনপির রাঙামাটির কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড সুনামগঞ্জ বিজিবি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ছেলেকে তুলে নিয়ে ২ লাখ টাকা দাবি সেনাবাহিনীকে পেশাদার সশস্ত্র বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত সত্য কথায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই : কাদের রাজশাহী ওয়াসার নতুন উদ্যোগকে আত্মঘাতী বলছে সমাজের প্রতিনিধিরা থামছেই না ইসরায়েল বিরোধী বিক্ষোভ, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে আগামীকাল আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা
শেখ হাসিনার অগ্রণী ভূমিকায় দেশ উন্নয়নের শিখরে -এমপি ইয়াকুব আলী
প্রকাশ : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:৪০:০০ পিএম , আপডেট : রবিবার, ৫ মে , ২০২৪, ১১:০৬:৫৪ এ এম
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর পৌর:
GK_2024-02-09_65c655b409c41.png

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের শিখরে পৌঁছেছে। বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদাশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় খানপুর ইউনিয়ন পরিষদ মাঠে নিজের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খানপুর ইউনিয়নবাসীর আয়োজনে আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ লিয়াকত আলীর সভাপতিত্বে এমপি আরও বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনে এ এলাকার জনসাধারণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ এলাকার রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নে জরুরি কাজগুলো দ্রুত বাস্তবায়নে আমি যথাসাধ্য চেষ্টা করব; ইনশাল্লাহ্।’ এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলু, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, কাজী টিটো, উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিলন ঘোষাল, শুকুর আলী, হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, খানপুর ইউনিয়ন যুবলীগ নেতা মনির হোসেন এবং আমিনুর রহমান।

আরও খবর

🔝