শিরোনাম |
বাগেরহাটের ফকিরহাট থেকে ৫ কেজি গাঁজসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ টিম। আটক নারী মাদক কারবারির নাম সুমি আক্তার ওরফে বকুল (৩০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মোঃ দুলাল হোসেনের স্ত্রী।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ফকিরহাট উপজেলার নোয়াপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। বকুল দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় বলেন, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া এলাকায় এক নারী গাঁজা নিয়ে অপেক্ষা করছে। ভোর ৬ টার দিকে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সুমি আক্তার ওরফে বকুলকে আটক করি। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।