gramerkagoj
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ফার্মেসিতে পাইলস অপারেশন করেন ভুয়া ডাক্তার প্রভাত মণিরামপুরে পরকীয়ায় জেরে গৃহবধূ শিল্পীর আত্মহত্যা না হত্যা, স্বামী পুলিশ হেফাজতে মননোয়নকে কেন্দ্র করে বিএনপির একাংশের প্রতিবাদ মিছিল বিসিবি’র কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রাজুকে সংবর্ধনা প্রদান মণিরামপুর সীমান্তবর্তী মশিয়াহাটি বাজারে নারী-পুরুষকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি দেখে নিন সারাদেশের কোন আসনে কে পেলেন বিএনপি’র মনোনয়ন থাই কোচের বিদায় ॥ আসছে ইরানি কোচ নভেম্বরেই মুশফিকের শততম টেস্ট যশোরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে যশোরে স্বেচ্ছাসেবক দলের পানির ফিল্টার বিতরণ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে গ্রেপ্তার দেখালেন আদালত
প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৪, ০৫:২২:০০ পিএম , আপডেট : রবিবার, ২ নভেম্বর , ২০২৫, ০৭:২৯:১৫ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-11_65c896b7060fe.jpg

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে তিন মামলার শুনানি শেষে গ্রেপ্তার দেখালেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে হয় মামলাগুলোর শুনানি।
এদিন অসুস্থ থাকায় আলতাফ হোসেনকে শুনানিতে ভার্চুয়ালি কারাগার থেকে উপস্থিত দেখানো হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তার গ্রেপ্তার ও জামিন চেয়ে আবেদন করা হয়। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানির জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
গত বছরের ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আলতাফ হোসেনের বিরুদ্ধে রমনা মডেল থানায় চারটি মামলা হয়। এ ঘটনায় ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। ওইদিন তাকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের মামলায় আদালতে তোলা হয়।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আলতাফ হোসেনকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার উপপরিদর্শক আবু আনছার। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৯ নভেম্বর এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত আলতাফ হোসেনের জামিন নামঞ্জুর করেন। জানা গেছে, বর্তমানে এ মামলাটিতে জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে।

আরও খবর

🔝