gramerkagoj
শুক্রবার ● ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
gramerkagoj
রিফাত বেগের ট্রিপল সেঞ্চুরি
প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৪, ০৮:১৪:০০ পিএম , আপডেট : বুধবার, ২৩ এপ্রিল , ২০২৫, ০২:৫৯:০২ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-02-11_65c8d67985c7c.jpg

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন রিফাত বেগ। ঢাকা মেট্রোর বিপক্ষে টুর্নামেন্টের সেমিফাইনালে বিকেএসপির ওপেনার এই কীর্তিতে নাম লেখান। রিফাতই অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার।
রোববার রাজশাহীতে ৪৬৮ বলে ট্রিপল সেঞ্চুরি স্পর্শ করেন রিফাত। ২৯ টি চার ও দু’টি ছয়ের মারে এই অসাধারণ ইনিংসটি সাজান৷ রিফাত শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩২০ রানে।
১৯৮ বলে প্রথমে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রিফাত। সেঞ্চুরিকে ডাবলে রূপান্তরিত করেন ৩৩৫ বলে।
রিফাতের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৫৪৯ রান করে অলআউট হয় বিকেএসপি। এর আগে প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হয় ঢাকা মেট্রো।

আরও খবর

🔝