gramerkagoj
বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
gramerkagoj
বাকি না দেয়ায় খোলাডাঙ্গায় দোকানীকে কুপিয়ে জখম
প্রকাশ : রবিবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:৫০:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-11_65c8ecf01eea7.jpg

যশোরের খোলাডাঙ্গায় বাকি না দেয়ায় রিপন শেখ নামে এক দোকানীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তিনি খোলাডাঙ্গার মৃত গিয়াস উদ্দিন শেখের ছেলে। ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় এলাকার চিহ্নিত ৩ জন এ ঘটনায় ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
থানা ও স্থানীয় সূত্র জানিয়েছে, ধর্মতলা স মিল এলাকায় রিপন শেখের (৪২) ভাই টগর শেখের দোকানে গিয়ে মালামাল বাকিতে চায় এলাকার ৩ দুর্বৃত্ত। টগর মালামাল দিতে অপারগতা প্রকাশ করলে তারা উত্তেজিত হয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এলাকার সুমন, বাবু, মামুন, নাফিজ রিমন তার উপর হামলা চালায়। এসময় টগরের ভাই রিপন শেখ ঘটনার প্রতিবাদ করলে উল্লেখিতরা চাকু দিয়ে আঘাত করে। রিপনকে রক্তাক্ত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও খবর

🔝