gramerkagoj
বুধবার ● ৬ নভেম্বর ২০২৪ ২২ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
প্রকাশ : সোমবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ১২:৪৫:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর , ২০২৪, ০১:১৯:০৭ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-12_65c9bf09a9826.jpg

গ্রিসের রাজধানী এথেন্সে মোটরসাইকেল ও প্রাইভেট কার সংঘর্ষে সজীব খান (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর বাংলাদেশি যুবক ফাহিম আহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে এথেন্সের মেতারসুগিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার (১১ ফেব্রুয়ারি) তার মৃত্যুর খবর জানাজানি হয়। নিহত সজীব খান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধানতলিয়া এলাকার মাহফুজ খানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মুন্সিগঞ্জের ফাহিম হোসেন। নিহত সজীব আইল্যান্ডের রেস্টুরেন্টে সিজনাল কর্মী হিসেবে কাজ করতো।
জানা গেছে, শনিবার রাতে বন্ধু ফাইমকে নিয়ে মাংস কেনার জন্য ওমোনিয়া এলাকার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন সজীব। পথিমধ্যে এথেন্সের কেন্দ্র মেতারসুগিয়া এলাকায় ট্রাফিক সিগনালে এ দুর্ঘটনাটি ঘটেছে। রেড সিগনাল অমান্য করে যেতে চাইলে অন্যদিকে গ্রিন সিগনাল থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিঁটকে পড়ে সজীব খান ও তার বন্ধু ফাহিম। এতে ঘটনাস্থলেই সজীব মারা যান। অপর আহত ফাহিম এথেন্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষ হলে যত দ্রুত সম্ভব তার মরদেহ বাংলাদেশ পাঠানোর কথা জানিয়েছেন এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝