gramerkagoj
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫ ৭ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর হচ্ছে সরকারি কর্মকর্তাদের সততা প্রদর্শনের সুযোগ নতুন দিগন্তে পর্যটন নগরী ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাব-জেলে স্থানান্তর অলিম্পিয়াকোসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফর্মে ফিরে এল বার্সেলোনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর যোদ্ধা ব্রিটিশ সেনা শামসুদ্দিন বিশ্বাসের ইন্তেকাল বেনাপোল সীমান্তে ভারতে যাওয়ার সময় একই পরিবারের ৫ জন আটক অ্যাথলেটিকো মাদ্রিদকে বিধ্বস্ত করল গানাররা চ্যাম্পিয়নস লিগে রোনালদোর রেকর্ড ছুঁয়ে হালান্ডের মাইলফলক স্পর্শ শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

❒ নান্নুর জায়গায় লিপু

তিন ফরমেটে নতুন অধিনায়ক নাজমুল
প্রকাশ : সোমবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ০৭:৫৩:০০ পিএম , আপডেট : বুধবার, ২২ অক্টোবর , ২০২৫, ১২:১০:২০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-02-12_65ca23221ac19.jpg

অধিনায়কত্ব নিয়ে সাকিব নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলে বোর্ডেরও নতুন অধিনায়ক বেছে নিতে বেগ পেতে হয়নি। নাজমুল হোসেন শান্তকে তিন সংস্করণেই বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে। সোমবার বিসিবির বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র থেকে জানা গেছে।
নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে প্রতিবারই মূল অধিনায়কের অনুপস্থিতিতে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে। যার শুরুটা হয়েছিল গত বছর ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। লিটন দাস বিশ্রামে থাকায় শান Íকে অধিনায়ক করা হয়েছিল।
পরবর্তীতে বিশ্বকাপে দুই ম্যাচে সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দেন শান্ত। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে (টেস্ট) এবং অ্যাওয়ে সিরিজে (ওয়ানডে ও টি-২০) বাংলাদেশকে নেতৃত্ব দেন। যেখানে বাংলাদেশ টেস্ট সিরিজে ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডকে হারায় এবং তাদের মাটিতে জয় পায় ওয়ানডে ও টি-২০ম্যাচে। তার অধিনায়কত্ব তখন থেকেই মনে ধরেছিল নীতি নির্ধারকদের।
এছাড়া জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরেই। তবে এরপরে নতুন কমিটি ঘোষণা না করায় দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। তার সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে।

আরও খবর

🔝