শিরোনাম |
ফেসবুকে ভারতীয় যুবকের সাথে পরিচয়, অত:পর প্রেম। এরপর প্রেমের টানে ছেলেটি চলে আসে বাংলাদেশে। ১০ ফেব্রুয়ারি যুবকটি এ দেশে এসে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। শেষে সোমবার (১২ ফেব্রুয়ারি) ছেলেটি ভারতে চলে যাওয়ার সময় মেয়েটিও বেনাপোল যায়। এসময় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থলবন্দরে অবস্থিত সোনালী ব্যাংকের গলিতে গিয়ে মেয়েটি ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পাশে থাকা বিজিবি দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনাটি ঘটে। সোনালী ব্যাংক চেকপোস্ট শাখার ইনচার্জ রুহুল আমিন বলেন, ওই মেয়েটি যশোর সদর উপজেলার বাসিন্দা।
জানা যায়, ভারতীয় পাসপোর্টধারী নাগরিক চিনময় অধিকারী (৩৩) পাসপোর্ট নাম্বার-অ ৩৪৩৪২২২। তার সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো ওই মেয়েটির। যুবকটি তাকে রেখে ভারতে যাওয়ার সময় সেও তার সাথে যাবার জন্য বাসা থেকে চলে আসে। কিন্তু মেয়েটির কোনো পাসপোর্ট না থাকায় ছেলেটি তাকে রেখে চলে যাচ্ছিলো। সেই কারণে মেয়েটি অভিমানে গলায় ফাঁস দেয়ার চেষ্টা করে। স্থানীয় প্রশাসন তাকে উদ্ধার করে বেনাপোল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। থানার এসআই সুজন বলেন, দু’জনকে থানায় পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।