gramerkagoj
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ড্যাবের কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের চার কৃতি সন্তান যশোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে দু’টি ম্যাচ সম্পন্ন ব্যাটিংয়ের শীর্ষে রোহিত ॥ বোলিংয়ে রশিদ বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় আসছে না আফগানিস্তান-মিয়ানমার মাদারীপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক সংবাদ সম্মেলন রাজশাহী সিটি কর্পোরেশনের শ্রমিকদের বিক্ষোভ ঝালকাঠিতে ১০ বছর পর মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ৪৭ আসামি জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে প্রতারণা হয়েছে, দ্রুত সংস্কারের দাবি নদীভাঙা মানুষের কথা ভাবি না, ভাবি শুধু মেগা প্রকল্প
ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিভাগীয় প্রতিনিধি সভা
প্রকাশ : সোমবার, ১২ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:০৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-12_65ca35a0a10d0.jpg

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি সদরুল ইসলাম, যুগ্মমহাসচিব নুরুজ্জামান হাবলু মোল্লা, খাজা নাসির উদ্দিন শান্তি, কোষাধ্যক্ষ খালেকুজ্জামান।
সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক আব্দুল জলিল খান কালামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন যশোর জেলা সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা সহসভাপতি বাবর আলী বাবু, কামরুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন খোকন এবং কোষাধ্যক্ষ কাওছার আলী। সঞ্চালনা করেন যশোর জেলা সভাপতি কাজী নাজীর আহম্মেদ মুন্নু।
ফিরোজ হায়দার খান বলেন, ‘আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করি। আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখি। আমাদের ইটভাটার মাধ্যমে পরিবেশের নামমাত্র দূষণ হয়, কিন্তু বড় বড় মিল ফ্যাক্টরির বর্জ্য আমাদের ইট ভাটার থেকে বেশি দূষণ করে। সরকার আমাদের যেসব ইটভাটা বন্ধ করে দিয়েছে, তা পুণরায় চালু করে দিতে হবে।’
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অবিলম্বে সরকার আমাদের দাবি না মানলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।’

 

আরও খবর

🔝