gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ
প্রকাশ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি , ২০২৪, ০১:৩৩:০০ পিএম
কক্সবাজার সংবাদদাতা:
GK_2024-02-13_65cb1b63e351a.jpg

মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ফের ব্যাপক গোলাগুলি চলছে। এতে করে আতঙ্ক বিরাজ করছে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে।
স্থানীয় কয়েকজন জেলে জানান, সকালে ঝাঁকি জাল নিয়ে নাফ নদীতে মাছ শিকারে গেলে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই ভয়ে দ্রুত নাফ নদী থেকে পালিয়ে আসি আমরা।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু।
তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রায় আধাঘণ্টা গুলির শব্দ শোনা গেছে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে। মাঝেমধ্যে গুলির আওয়াজ আসায় সীমান্তের বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। আজ সকালেও গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে।

আরও খবর

🔝