gramerkagoj
রবিবার ● ৫ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মার্কিন সিনেটে ইসরায়েল-ইউক্রেনের সহায়তা বিল পাস
প্রকাশ : বুধবার, ১৪ ফেব্রুয়ারি , ২০২৪, ০৪:২৭:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-02-14_65cc879ba315d.jpg

অবশেষে ইউক্রন, তাইওয়ান ও দখলদার ইসরায়েলের জন্য প্রস্তাবিত বহুল প্রতিক্ষিত ৯৫ বিলিয়ন বা নয় হাজার ৫০০ কোটি ডলারের বিল পাস হয়েছে মার্কিন সিনেটে। এ বিলটি নিয়ে অনিশ্চয়তা চলছিল গত কয়েক মাস ধরে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালের দিকে কংগ্রেসের উচ্চ কক্ষে এ বিলের অনুমোদন হয়। বর্তমানে বিলটি রিপাবলিকান দল নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) পাঠানো হবে। সেখানে বিলটি পাস হওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। খবর রয়টার্স।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সিনেটে বিলটি পাস হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ।
এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) জেলেনস্কি লিখেছেন, “ইউক্রেনে আমাদের জন্য, যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা রাশিয়ার সন্ত্রাসবাদ থেকে আমাদের অর্ধেক জীবন রক্ষা করবে। এটির অর্থ আমাদের শহরে জীবনের অস্তিত্ব থাকবে এবং যুদ্ধে জয় পাবে।”
এই বিলটি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে সারা রাত আলোচনা হয়।
সীমান্ত সুরক্ষায় আরও অর্থ খরচের দাবি জানিয়ে, রিপাবলিকান সিনেটররা এই বিলটি আটকে রেখেছিলেন। এরপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে কথা বলার পর রিপাবলিকানদের মধ্যে এ নিয়ে মতানৈক্য দেখা দেয়। কিন্তু অবশেষে তাদের একটি অংশ বিলটিতে সম্মতি জানিয়েছেন।

আরও খবর

🔝