gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সুনামগঞ্জ পৌর শহরে যৌথ অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা
প্রকাশ : বুধবার, ১৪ ফেব্রুয়ারি , ২০২৪, ০৪:৩৮:০০ পিএম
মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি:
GK_2024-02-14_65cc87eaf4199.jpg

সুনামগঞ্জ পৌর শহরে যৌথ অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং পৌরসভার যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল দশটায় শহরের জেল রোড, পোল্ট্রি মুরগী ব্যবসায়ী,গরুর মাংস ব্যবসায়ী, মাছ বাজার,সবজি বাজার, কসমেটিকস দোকান,হোটেল সহ বিভিন্ন ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় শহরের দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা, সবজি বিক্রেতা দিলু করকে ৫০০ টাকা, গুড় ব্যবসায়ী পিন্টু রায়কে ১০০০ টাকা এবং দিপক দেব স্টোরকে ৬০০০ টাকাসহ ৪ টি প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শরিফ উদ্দিন,পৌর সভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো নিজাম উদ্দিন, এবং এ এস আই আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, আমাদের ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং পৌর সভা কর্তৃপক্ষ সহ আমরা যৌথ অভিযান পরিচালনা করেছি। শীতকালীন সবজি, মাছ এবং মাংসের প্রতিষ্ঠান দেখা হয়েছে।
আমরা লক্ষ্য করছি যে, কৃষক পর্যায় থেকে যে সবজি আনা হয়, সেই সবজিগুলো বিক্রেতারা ডাবল দামে বিক্রি করছেন। এ বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এবং অনিয়মের কারণে কিছু জরিমানাও করা হয়েছে।
একই সাথে বেকারি, হোটেলেও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়, সেখানেও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে।
পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, অতি মুনাফা লোভীদের একটি গ্রুপ অনিয়ম করছে।আমরা তদারকি করছি এবং ঢাকায় কোনো অনিয়ম হচ্ছে কি না, সেটাও আমরা যাচাই বাছাই করে দেখব।
রমজানকে সামনে রেখে ফলের দোকানের বিক্রেতাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন কোনো অবস্থাতেই বেশি দামে বিক্রি না করেন।
বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং প্রতিনিয়ত করবেন বলে জানান তিনি।

আরও খবর

🔝