gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
হাসপাতাল পাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : শনিবার, ২৪ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:১০:০০ পিএম , আপডেট : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৮:১৩ এএম
কাগজ সংবাদ:
GK_2024-02-24_65da1577cd16d.jpg


যশোর জেনারেল হাসপাতালের সামনের সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট বিরোধী অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার দুপুর ১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করিম।
অভিযানে হাসপাতাল মোড় থেকে নিকুঞ্জের মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে চায়ের দোকান, টোঙ দোকান ও ঠেলা দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং, ইজিবাইক ও অ্যাম্বুলেন্স পার্কিংয়ের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করিম জানান, হাসপাতাল এলাকায় যানজট বেড়ে যাওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বেশকিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। এসব এলাকায় নজর রাখা হচ্ছে, যাতে ফের কেউ দখল করতে না পারে।

আরও খবর

🔝