gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মারা গেলেন পরিচালক কুমার সাহানি
প্রকাশ : রবিবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২৪, ০৪:৪০:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-02-25_65db0e3e48d5b.jpg

মারা গেলেন হিন্দি সিনেমার জনপ্রিয় পরিচালক কুমার সাহানি। বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কুমার সাহানি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। কুমার সাহনির মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। অনুরাগীরা ছাড়াও বলিউড ও টলিপাড়ার একাধিক তারকা পরিচালককে সমাজমাধ্যমে স্মরণ করেছেন।
হিন্দি সিনেমার জগতে অন্য ধারার সিনেমার সূত্রেই পরিচিতি পান সাহানি। ছয় দশকের বিস্তৃত ক্যারিয়ারে ‘মায়া দর্পণ’, ‘তরঙ্গ’, ‘খেয়াল গাথা’ ও ‘কসবা’ তার উল্লেখযোগ্য ছবি।
১৯৪০ সালের ৭ ডিসেম্বর সিন্ধের লারকানায় (বর্তমানে পাকিস্তান) জন্ম কুমার সাহনির। স্বাধীনতার পরে তার পরিবার মুম্বাইয়ে পাকাপাকি ভাবে চলে আসে। পরবর্তী সময়ে পুণে ফিল্ম ইনসটিউটে (এফটিআইআই) ভর্তি হন সাহানি। এই সময় ঋত্বিক ঘটক ছিলেন তার শিক্ষক। পরবর্তী জীবনে তার সিনেমাতে ঋত্বিকের প্রভাবের কথাও স্বীকার করেছেন সাহানি। ফরাসি সরকারের স্কলারশিপ পান। ফ্রান্সে গিয়ে প্রখ্যাত পরিচালক রবার্ট ব্রেসঁর সহকারী পরিচালক হিসেবে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ছবির নাম ‘আ জেন্টল উওম্যান’।
ষাটের দশকে মূলত স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় সাহানির। ১৯৭২ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম কাহিনিচিত্র ‘মায়া দর্পণ’। নির্মল বর্মার কাহিনি অবলম্বনে তৈরি সিনেমাটি সে বছর সেরা হিন্দি সিনেমার জাতীয় পুরস্কার জিতে নেয়। কিন্তু তার পরেও দ্বিতীয় সিনেমা পরিচালনার জন্য সাহানিকে ১২ বছর অপেক্ষা করতে হয়।
শোনা যায়, সিনেমার জন্য তিনি প্রযোজক পাননি। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ও সাহানি পরিচালিত ‘তরঙ্গ’ সিনেমাতে অভিনয় করেছিলেন ওম পুরী, স্মিতা পাটিল, গিরিশ কারনাড ও অমল পালেকর। ১৯৯৭ সালে মুক্তি পায় সাহানি পরিচালিত সিনেমা ‘চার অধ্যায়’।

আরও খবর

🔝