শিরোনাম |
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় সপ্তম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাঙ্গীয়ারপোতা গ্রামে।
এলাকাবাসী জানান, রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে ফাহাদ (১৩) সকালে গরুর জন্য মাঠ থেকে ঘাস কেটে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় গ্রামের অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় চলন্ত মোটরসাইকেলটি রেললাইনের উপর বন্ধ হয়ে যায়। এতে ট্রেনের ধাক্কায় নিহত হয় ফাহাদ।
কোটচাঁদপুর স্টেশন মাস্টার দিপঙ্কর বলেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী রুপসা এক্সপ্রেসে সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।