শিরোনাম |
শিশু নিলয় ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ সুলতান আহমেদের মৃত্যুতে সংস্থার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংস্থার পরিচালক নাছিমা বেগম এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
তিনি বলেছেন, অধ্যক্ষ সুলতান আহমেদ ছিলেন মানবতার সেবক। তার মৃত্যুতে সমাজে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের একজন নিবেদিতপ্রাণ পৃষ্টপোষক। তার মৃত্যু শিশু নিলয় পরিবারকে শোকের সাগরে ভাসিয়েছে।
নাছিমা বেগম মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।