gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
মাদকের পৃথক মামলায় দুমাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
প্রকাশ : বুধবার, ২৮ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:০৭:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-28_65df5a5a9ca8e.jpg

যশোরে পৃথক ফেনসিডিলের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেয়া হয়েছে। বুধবার স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চৌগাছার মালোপাড়ার জাহিদুল ইসলাম ও শার্শার শিববাস গ্রামের সুজন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ২৯ জুলাই চৌগাছা থানা পুলিশ আসামি জাহিদুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় জাহিদুলকে আটক ও তার স্বীকারোক্তিতে ঘর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ মামলায় আসামি জাহিদুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত জাহিদুল ইসলাম কারাগারে আটক রয়েছেন।
অপর দিকে, ২০১২ সালের ১৮ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল সার্কেল চৌগাছা-যশোর সড়কের আফরা মোড় থেকে দুই যাত্রী ও ভ্যানচালক সুজনকে জিজ্ঞাসাবাদে ভ্যানের ভিতর বিশেষ কায়দায় ফেনসিডিল আছে বলে স্বীকার করে সুজন। পরে ভ্যানের বডির ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ভ্যানচালক সুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
এ মামলার অপর আসামি খাইরুল মন্ডল, সেলিম ও তরিকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দিয়েছেন। সাজাপ্রাপ্ত সুজন পলাতক রয়েছে।

 

আরও খবর

🔝