gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
অস্ত্র মামলায় সন্ত্রাসী লিটনের ১২ বছর কারাদন্ড
প্রকাশ : বুধবার, ২৮ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:০৯:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৬ জুলাই , ২০২৪, ০৪:৪৯:৫৪ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-28_65df5b08a1d1f.jpg

যশোরে অস্ত্র মামলায় চিহ্নিত সন্ত্রাসী লিটন শেখের ১২ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত দায়রা জজ সোহানী পূষণ এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত লিটন শেখ বাগেরহাট মোল্লারহাটের নগরকান্দি গ্রামের মৃত আইয়ুব আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ৬ জুন শার্শা থানা পুলিশ নাভারণ রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে লিটন শেখকে আটক ও দেহতল্লাশি করে কোমের গোজা একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় এসআই মামুনুর রশীদ বাদী হয়ে আটক লিনকে আসামি করে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করেন। সাক্ষী গ্রহণ শেষে আসামি লিটন শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন।

 

আরও খবর

🔝