gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
ঘের ব্যবসায়ী হিমেল হত্যার অভিযোগে ২ জনের বিরুদ্ধে আদালতে মামলা
প্রকাশ : বুধবার, ২৮ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:১১:০০ পিএম , আপডেট : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৮:১৩ এএম
কাগজ সংবাদ:
GK_2024-02-28_65df5b6f8c6b8.jpg

যশোর সদর উপজেলার দেয়াপাড়ার ঘের ব্যবসায়ী কাজী নাইমুর রহমান হিমেলকে হত্যার অভিযোগে বাবা-ছেলেসহ অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার নিহতের স্ত্রী তামান্না রহমান বাদী হয়ে এ মামলা করেছেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগটি গ্রহণ করে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা, হলে অগ্রগতিসহ প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলেন সদরের মালিডাঙ্গা গ্রামের শম্ভু নাথ মল্লিক ও তার ছেলে আরজু মল্লিক বিপুল।
হিমেলের স্ত্রী অভিযোগে উল্লেখ করেন, হিমেল মালিডাঙ্গা গ্রামে সেড করে মুরগী ও ঘের করে মাছ চাষ করেন। ঘেরের পাশে আসামিদের বাড়ি। ঘেরের জমি নিয়ে আসামিদের সাথে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে করা মামলা বিচারাধীন। গত ২১ ফেব্রুয়ারি হিমেলের ঘেরে পারিবারিক পিকনিক ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাবা-ছেলেসহ অপরিচিত লোকজন এসে জমি নিয়ে হিমেলের সাথে বাকবিতন্ডা করেন। একপর্যায়ে আসামিরাসহ অপরিচিত লোকজন হিমেলকে বুকে ঘুষি মারলে অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনালের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সংবাদ পুলিশ জানতে পেরে হিমেলের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্ত সম্পন্ন করে। পরে হিমেলের স্বজনরা থানায় খোঁজ নিয়ে জানতে পারেন এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বাধ্য হয়ে তিনি আদালতে হত্যা মামলা করেন।

 

আরও খবর

🔝