gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
শ্বশুরকে ছুরিকাঘাতের ঘটনায় জামাইয়ের বিরুদ্ধে মামলা
প্রকাশ : বুধবার, ২৮ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:১২:০০ পিএম , আপডেট : শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ০১:৫২:৪২ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-28_65df5b98c5da7.jpg

মেয়ের জামাই ও তার পরিবারের হাতে মারপিট এবং ছুরিকাঘাতে জখমের অভিযোগে থানায় মামলা করেছেন যশোর সদর উপজেলার রামনগর এলাকার গরু ব্যবসায়ী গোলাম আলী। আসামিরা হলেন কচুয়া ঘোপ রসুনকাঠি গ্রামের মিঠু, মিঠুর বোন কোহিনুর বেগম, মা রোকেয়া বেগম এবং একই গ্রামের ফারুক হোসেন।
এজাহারে গোলাম আলী উল্লেখ করেছেন, ২০১৮ সালে তার মেয়ে নুরজাহান বেগমের সাথে আসামি মিঠুর বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়েকে মারপিট করে মিঠুসহ আসামিরা। গত ২৪ ফেব্রুয়ারি তার মেয়েকে মারপিট করলে তিনি মোবাইল ফোনে সংবাদ পেয়ে কচুয়ার ঘোপ গ্রামে যান। সেখানে গেলে আসামিরা তার সাথে তর্কবিতর্ক করেন। তিনি নিষেধ করলে মিঠু একটি ছুরি দিয়ে তার গলাতে আঘাত করতে যান। তিনি সরে গেলে ছুরির কোনা তার চোখে লেগে রক্তাক্ত জখম হন। পরে তাকে মারপিট করেন জামাই এবং তার কাছে থাকা ৮০ হাজার টাকা কেড়ে নেন। তাকে জোর করে বাড়িতে আটকে রাখেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয়া হয়।
পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।

 

আরও খবর

🔝