gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
যশোর পৌরসভার এডিস মশা নিধন অভিযানের উদ্বোধন
প্রকাশ : বুধবার, ২৮ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:১৩:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-28_65df5f0c10395.jpg

যশোর পৌরসভার উদ্যোগে আট দিনব্যাপী এডিস মশা নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌরসভা চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু জানান, ৯টি ওয়ার্ডে তিনটি ফগার ও ২৩টি স্প্র্রে মেশিন দিয়ে মশা নিধন করা হবে। মশার লার্ভা নষ্ট করার জন্য ভারতীয় ডোবল ওষুধ উড়ন্ত মশা নিধন করার জন্য সিঙ্গাপুরের অ্যাগোমাইথিন ওষুধ দিয়ে স্প্রে করা হবে।
প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র হায়দার গনী খান পলাশ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, রাজিবুল আলম, নাসিমা আক্তার জলি, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন এবং নয়ন হোসেন।

আরও খবর

🔝