প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৯:৪১ পিএম |

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন যশোর ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শনিবার টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একক বক্তা ছিলেন কেন্দ্রীয় জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মাসুদুল আলম, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, কলামিস্ট ও রাজনীতিক আমিরুল ইসলাম রন্টুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। গান ও নাচ পরিবেশন করেন উদীচী, চাঁদের হাট, পুনশ্চ, তির্যক, সুরবিতান, সুরধুনী, শেকড়, ভৈরব, নৃত্য বিতান, সপ্তসুর, স্পন্দন, স্বরলিপি, সুর নিকেতন, শিল্পাঙ্গন, উৎকর্ষ, ভবের হাট, সৃষ্টিশীল ও মা নৃত্যালয়ের শিল্পীবৃন্দ। আবৃত্তি করেন সাধন দাস, শাহরিয়ার সোহেল, কামরুল হাসান রিপন ও জাহিদুল যাদু। অনুষ্ঠান পরিচালনা করেন বিবর্তন শিল্পী শীলা দাস ও শর্মিষ্ঠা ভট্টাচার্য।