প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১০:০২ পিএম |

যশোরের ঝুমঝুমপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইয়ামিন পারভেজ (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। সে শহরের মোল্লাপাড়ার খায়রুল পারভেজ বিপ্লবের ছেলে ও মোল্লাপাড়া আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী। আহত ইয়ামিনকে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।
আহত ইয়ামিন জানায়, সোমবার দুপুরের দিকে সে ঝুমঝুমপুর বর্ডারগার্ড স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল। ওইসময় পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্য ঝুমঝুমপুর চান্দের মোড়ের সাকিব, জাহিদ, সরো, ইয়ামিনসহ সাত-আটজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।