প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১০:০৬ পিএম |

যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় মৌমাছির কামড়ে বাবা ও মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতরা হলেন,ওই এলাকার কাউছার আলী (৪২) ও তার মেয়ে কাসপিয়া আনহা (৮)। তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কাউছার আলী জানান, রায়পাড়া স্কাউট ভবনে এক ব্যক্তি বসবাস করেন। সরকারি ওই বাড়ির একটি আম গাছে মৌমাছির চাক রয়েছে। সোমবার বিকেলে এক রাজমিস্ত্রি কোনো রকম ধোঁয়ার ব্যবস্থা না করে মধু আহরণের চেষ্টা করেন। তখন ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে এসে পথচারীদের কামড়ায়। ওইসময় কাউসার আলী ও তার মেয়ে আনহা মৌমাছির কামড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।