প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১০:১১ পিএম |

মুশফিকুর রহিমের শতক। তার আগে অর্ধশতক রান পেয়েছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। এক রানের জন্য অর্ধশতক থেকে বঞ্চিত হয়েছেন তাওহিদ হৃদয়। সোমবার বাংলাদেশের ব্যাটিং ইনিংসের চিত্র ছিল এমনই। ব্যাটারদের তান্ডবে হয়েছে বেশ কয়েকটি রেকর্ড। আর রেকর্ডময় ম্যাচে সোমবার বাংলাদেশ গড়েছে ৩৪৯ রানের সর্বোচ্চ দলীয় ইনিংস। লাঞ্চের বিরতির সময় বৃষ্টি হানা দেয়। ম্যাচ মাঠে গড়ানোর জন্য শেষ পর্যন্ত কাট অফ টাইম ছিল নয়টা ৩৩ মিনিটে। তবে এর ঘণ্টাখানেক আগেও থামেনি বৃষ্টি। স্থানীয় সময় রাত আটটা ৩২ মিনিটে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ মাঠেই আগামী ২৩ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিং ইনিংস শুরু করেছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরুটা করেছিলেন বেশ দেখেশুনে।
তাদের ৪২ রানের জুটিটি ভাঙে তামিম রান আউট হলে। ৩১ বলে ২৩ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় উইকেটে লিটন আর নাজমুল হোসেন শান্ত ৯৬ বলে যোগ করেন ১০১ রান করেন। ৭১ বলে তিনটি করে চার-ছক্কায় ৭০ রানের ইনিংস খেলে কুর্তিস ক্যাম্ফারকে উইকেট বিলিয়ে দেন লিটন। মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৯ বলে ১৭। উইকেটে সেট হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু আগের ম্যাচে নাইন্টিজে কাটা পড়া এই ব্যাটার এবার ইনিংসটা বড় করতে পারেননি।
সাকিবকে ফেরানোর পর এক ওভার পর এসে শান্তর উইকেটটি তুলে নেয় আয়ারল্যান্ড। লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ আউট হন তিনি। ৭৭ বলে তিনটি চার আর দু’টি ছক্কায় গড়া তার ইনিংসটি ছিল ৭৩ রানের।
সাকিব আর শান্তকে আট রানের ব্যবধানে ফিরিয়ে কিছুটা লড়াইয়ে ফিরেছিল আইরিশরা। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে মারমুখী ব্যাটিংয়ে সফরকারীদের কোণঠাসা করে দেন মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। ১৩ ওভারে ১২৮ রানের বিধ্বংসী জুটি গড়ে ফেরেন হৃদয়। তবে আগের ম্যাচে নাইন্টিজে কাটা পড়া এই তরুণ আরও একবার ফিরেছেন হতাশা নিয়ে। মাত্র এক রানের জন্য ফিফটি করতে পারেননি হৃদয়।
৩৪ বলে চারটি বাউন্ডারি আর একটি ছক্কায় ৪৯ রান করে মার্ক এডায়ারের শিকার হন তিনি, দুর্ভাগ্যজনকভাবে বলটা নিচু হয়ে ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষকের হাতে। তবে হৃদয় হাফসেঞ্চুরি মিস করলেও মুশফিক সেঞ্চুরি মিস করেননি।
আইরিশ পেসার গ্রাহাম হুমে ৫৮ রান খরচায় নেন তিনটি উইকেট।