প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১০:২২ পিএম |

প্রাচ্য ক্রীড়া সংঘের উদ্যোগে ‘প্রাচ্য স্কুল দাবা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রাচ্যসংঘ কার্যালয়ে বিভিন্ন রাউন্ডে দিনব্যাপী খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণ হয়। পুরস্কার বিতরণী পর্বের আগে অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পিলো পাসিং ও চেয়ার সিটিং খেলা অনুষ্ঠিত হয়।
সাহিদ হোসেন লাল বাবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। এ সময় আরও বক্তৃতা করেন প্রাচ্যসংঘের সুপ্রিম কাউন্সিলর বেনজীন খান, প্রাচ্যসংঘের সেক্রেটারি সৈয়দ মাসুদ হাসান টিটো, সুপ্রিম কাউন্সিলের আকসাদ সিদ্দিকী প্রমুখ।
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, কালেক্টরেট স্কুল ও যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩৯ জন নির্বাচিত শিক্ষার্থী দাবা খেলায় অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল ইসলাম। প্রথম রানার্সআপ হয়েছে জিলা স্কুলের দশম শ্রেণির শেখ ইফাজ ইফতেশাম এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তাসফিয়া তটিনী। আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার দেয়া হয়।
এদিকে, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পিলো পাসিংয়ে প্রথম স্থান অধিকার করেন গ্রামের কাগজের শিক্ষানবীশ রিপোর্টার উর্মি জাহান অনামিকা। এছাড়া,সালমা আক্তার দ্বিতীয় ও আবু সাঈদ তৃতীয় স্থান অধিকার করেন। চেয়ারসিটিংয়ে শারমিন সুলতানা প্রথম, ফারিয়া সিদ্দিকী পল্লবী দ্বিতীয় ও আসমা খাতুন তৃতীয় স্থান অধিকার করেন।