gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ময়মনসিংহ সিটি নির্বাচন : কেন্দ্রে যাচ্ছে ইভিএম ও অন্যান্য উপকরণ
প্রকাশ : শুক্রবার, ৮ মার্চ , ২০২৪, ০২:৫৮:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০৪:৩২:১৮ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি:
GK_2024-03-08_65eac932c4cac.jpg

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন আগামীকাল শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত হবে। তাই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ও অন্যান্য উপকরণ।
শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জিমনেসিয়াম থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়ে চলবে দুপুর দুইটা পর্যন্ত।
শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত হবে নির্বাচন। এবার ময়মনসিংহের সবগুলো কেন্দ্রে দ্বিতীয় বারের মতো ইভিএম মেশিনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ময়মনসিংহ জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম জানান, ১২৮ টি কেন্দ্রের ৯৯০ টি বুথের জন্য দেড় হাজারের বেশি ইভিএম মেশিন পাঠানো হয়েছে। সকাল থেকে ইভিএম মেশিনসহ সব মালামাল বুঝে নিচ্ছেন প্রিজাইডিং অফিসাররা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিজ নিজ কেন্দ্রে চলে যাচ্ছেন।
নিরাপত্তার ব্যাপারে, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এজন্য পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টি র‌্যাবের টিম ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর ১৩৯ জন, এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও খবর

🔝