gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
রোহিত গিলের সেঞ্চুরিতে চালকের আসনে ভারত
প্রকাশ : শুক্রবার, ৮ মার্চ , ২০২৪, ০৭:১৬:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৭ জুন , ২০২৫, ১১:৫২:১৩ এএম
:
GK_2024-03-08_65eb112907d63.jpg

ধর্মশালা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২১৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ভারত। দ্বিতীয় দিন পুরো সময় ব্যাট করে আউট উইকেট হারিয়ে ৪৭৩ রান তুলেছে স্বাগতিকরা। এতে ২৫৫ রানের লিড নিয়ে দিন শেষ করেছে ভারত।
১ উইকেটে ১৩৫ রান নিয়ে দিন শুরু করে ভারত। ফিফটি হাঁকানো রোহিত এদিন পান সেঞ্চুরির দেখা। তাকে সঙ্গ দেওয়া গিলও হাঁকান শতক। দ্বিতীয় উইকেটে ২৪৪ বলে ১৭১ রান যোগ করেন তারা। রোহিতকে বোল্ড করে এই জুটি ভাঙেন বেন স্টোকস। ১৬২ বলে ১০৩ রান করে বিদায় নেন তিনি। এরপর বেশিক্ষণ থিতু হতে পারেননি গিলও। ১৫০ বলে ১১০ রান করেন তিনি।

তৃতীয় উইকেটে আবারও বড় জুটি গড়েন পাডিক্কাল ও সারফারাজ। ৫৫ বলে ফিফটি পূর্ণ করা সরফরাজ অবশ্য উইকেট হারান ৫৬ রানে। আর পাডিক্কালও ফিফটি হাঁকিয়ে ৬৫ রানে বিদায় নেন। বাকিদের থেকে উল্লেখযোগ্য কোনো রান আসেনি। তবে শেষদিকে এসে লড়ে যাচ্ছেন কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরাহ। কুলদিপ ৫৫ বলে ২ চারে ২৭ রানে অপরাজিত আছেন। তার সমান বলে ২টি চারে ১৯ রানে অপরাজিত আছেন বুমরাহ।

 

 

 

আরও খবর

🔝