gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
যশোর জেলা পরিষদের উপনির্বাচন আজ
প্রকাশ : শনিবার, ৯ মার্চ , ২০২৪, ১২:৫৬:০০ এ এম , আপডেট : বুধবার, ২৭ মার্চ , ২০২৪, ০২:১২:১২ পিএম
কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর):
GK_2024-03-08_65eb434c4a0b0.webp

যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনের ভোটগ্রহণ আজ। এদিন সকাল নয়টা হতে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ইভিএমের মাধ্যমে এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা পরিষদের সদস্য পদের এ উপনির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন- রেহেনা খাতুন-তালা, আব্বাস আলী-টিউবওয়েল, টিপু সুলতান-হাতি, আলতাফ হোসেন-উটপাখি ও জাকির হোসেন-বৈদ্যুতিক পাখা।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, উপজেলা পরিষদ, ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটার ১৫৯ জন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ স¤পন্ন করার জন্য সকল প্রস্তুতি স¤পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়।

আরও খবর

🔝