gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ ময়মনসিংহ সিটি নির্বাচন:

‘ইভিএমে ভোট দিতে ভোগান্তি হচ্ছে’
প্রকাশ : শনিবার, ৯ মার্চ , ২০২৪, ১০:৫৩:০০ এ এম , আপডেট : বুধবার, ৮ মে , ২০২৪, ০৪:২২:৪৫ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি:
GK_2024-03-09_65ebeb648ca44.jpg

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ভোগান্তির হচ্ছে বলে জানিয়েছেন সদ্য সাবেক মেয়র ইকরামুল হক।
আজ শনিবার (৯ মার্চ) ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইকরামুল হক ভোট দিয়ে এ কথা জানান। তিনি আজ সকাল সোয়া নয়টায় নগরীর কালীবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দেন। তিনি লড়ছেন টেবিল ঘড়ি প্রতীক নিয়ে।
ইকরামুল হক বলেন, ‘ইভিএম নিয়ে ভোগান্তির কথা শুনছি। অনেকের আঙুলের ছাপ মিলছে না। ভোটারদের যেন বারবার ঘুরতে না হয়। বিড়ম্বনা হলে ভোটাররা কেন্দ্রে আসবেন না।’
তিনি বলেন, ‘কেউ যেন ভোট না দিয়ে ফিরে না যায়, সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করব।’
২০১৮ সালের অক্টোবর মাসে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৯ সালের ৫ মে অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক। এবার নিজ দলের একাধিক নেতা প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে ইকরামুলকে।
এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক (টিটু), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি (টজু)। এই তিন প্রার্থীর মধ্যে মূলত মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে নির্বাচনী প্রচারের সময়ে। এই তিনজনে ছাড়া রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ রেজাউল হক ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম।

আরও খবর

🔝