gramerkagoj
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
gramerkagoj
মুন্সিগঞ্জে বিল থেকে প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : রবিবার, ১০ মার্চ , ২০২৪, ০২:৩৮:০০ পিএম , আপডেট : সোমবার, ১২ মে , ২০২৫, ০১:১৪:৫৮ পিএম
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
GK_2024-03-10_65ed69a411f54.jpg

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়নের একটি বিল থেকে মুজিবুর রহমানে (৪৫) নামে এক সৌদি প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টায় বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে, তিনি সৌদি প্রবাসী। পুলিশের ধারণা, মুজিবুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ওয়াসিম আহমেদ বলেন, মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন। জমি সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি বাড়িতে ছিলেন। এরপর আব্দুল্লাহপুর বাজারে যান। রাতে আর বাড়ি ফেরেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখে থানায় খবর দেই।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করছি, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও খবর

🔝