gramerkagoj
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ চা পান শেষে আর ঘরে ফেরা হলো না বাবুল শেখের! শেয়ারবাজারে সূচকের উল্লম্ফন: ডিএসই ও সিএসইতে লেনদেন বেড়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ : অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা যুক্তরাষ্ট্র-জাপানের মহাকাশ যুদ্ধ শুরু! দিনাজপুরে পাকেরহাট সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আজ ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা : ৪৬ জন আটক চোখের অস্ত্রোপচারের জন্য ব্যাংককে গেলেন মির্জা ফখরুল ভারতের মুসলিম নারী সাংবাদিক উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে
চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ ডাকাতদলের সদস্য গ্রেফতার
প্রকাশ : রবিবার, ১০ মার্চ , ২০২৪, ০৪:২১:০০ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি:
GK_2024-03-10_65ed810e5200a.jpg

চট্টগ্রামের রাউজানে ডাকাতদলের এক সদস্য জানে আলম (৩৯)কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার (৯ মার্চ) দুপুর পৌনে ১২টার সময় উপজেলার কদলপুরস্থ দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১০ মার্চ) গণমাধ্যমে র‌্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার উপজেলার কদলপুরস্থ দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ২টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
জানে আলমের বিরুদ্ধে রাউজান ও হাটহাজারী থানায় নারী ও শিশু নির‌্যাতন, ডাকাতি, চুরি, হত্যার চেষ্টা এবং অস্ত্র আইনসহ সর্বমোট ৬টি মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, গোপন সংবাদ ছিল জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহার এলাকায় কতিপয় অস্ত্রধারী মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে। র‌্যাব অভিযান শুরু করলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আসামি জানে আলম। তবে র‌্যাব তাকে গ্রেফতারে সমর্থ হয়। জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে জানে আলমের হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ২টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আরও খবর

🔝