gramerkagoj
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
gramerkagoj
মানিকগঞ্জে বড় ভাইয়ের হামলায় আহত ছোট ভাইয়ের মৃত্যু
প্রকাশ : সোমবার, ১১ মার্চ , ২০২৪, ০৪:৪৮:০০ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি:
GK_2024-03-11_65eedadc4b82c.jpg

বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জে সিংগাইরে বড় ভাইয়ের হামালায় আহত ছোট ভাই কোহেল উদ্দিন (৬৫) মারা গেছেন। সোমবার (১১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোহেল উদ্দিন উপজেলার জার্মিত্তা ইউনিয়নের মধুর চর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে। সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির সীমানা নিয়ে বড় ভাই ইসলাম মুন্সির সঙ্গে ছোট ভাই কোহেল উদ্দিনের ঝগড়া হয়। একপর্যায়ে বড় ভাইয়ের পরিবারের সদস্যরা ছোট ভাইয়ের পরিবারের ওপর হামলা চালায়। এতে কোহেল উদ্দিন ও তার ছেলে শাহীনুর ইসলাম আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কোহেল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার ছেলেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে কোহেল উদ্দিনের মৃত্যু হয়।

আরও খবর

🔝