gramerkagoj
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
gramerkagoj
বড় জয়ে আবাহনীর শুরু
প্রকাশ : সোমবার, ১১ মার্চ , ২০২৪, ০৬:২৫:০০ পিএম , আপডেট : সোমবার, ১২ মে , ২০২৫, ০১:১৪:৫৮ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-03-11_65eef8895537e.jpg

নিয়মিত আটজন ক্রিকেটার নেই। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে অবস্থান করছেন। বড় ও কার্যকর তারকা ক্রিকেটাদের ছাড়াও এবারের প্রিমিয়ার লিগে বড় জয় দিয়ে সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১৭১ রানে হারিয়েছে তারা।
বিপিএলে ঢাকার হয়ে খেলেও রান করতে না পারা তরুণ সাব্বির হোসেন এ ম্যাচে আবাহনীর টপ স্কোরার। নাইম শেখের সাথে ওপেন করতে নেমে ৫৯ বলে ৭১ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়েছেন সাব্বির।
নাইম শেখ ও সাব্বির প্রথম উইকেটে ১০৭ রান জুটি করে দেওয়ার পর মনে হচ্ছিল আবাহনী বড় পুঁজি গড়বে। কিন্তু তারপর আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় তা হয়নি। অধিনায়ক মোসাদ্দেক আর সাইফউদ্দিন তুলনামুলক হাত খুলে খেলায় আবাহনীর স্কোর দাঁড়ায় ২৬৮ রানে।
দুই বাঁহাতি স্পিনার তানভির ইসলাম (৪/২৬), রাকিবুল হাসান ২/২২) আর ফর্মে থাকা পেসার সাইফউদ্দিনের (২/১৬) সাড়াশি বোলিংয়ে ওই মাঝারি স্কোরটাই বিশাল স্কোরে পরিণত হয় আবাহনীর। ওই তিন বোলারের দাপুটে বোলিংয়ে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায় পারটেক্স।

আরও খবর

🔝