শিরোনাম |
যশোরের অভয়নগরে অভিযান চালিয়ে বীরমুক্তিযোদ্ধা মোল্লা ওলিয়ার রহমান হত্যা মামলার চার্জশিটভুক্তসহ ডাকাতি, দস্যুতা ও হত্যা মামলাসহ পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শুটার সুমন ওরফে আক্কাস (৩৫) কে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।
বুধবার সকালে গাজীপুর পুলিশ ক্যাম্পের আইসি আনিসুর রহমানের নেতৃত্বে উপজেলার চলিশিয়া ফকিরবাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়। আটক শুটার সুমন চলিশিয়া গ্রামের হারুন মোল্লার ছেলে। শুটার সুমন দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম বলেন, ভয়ংকর সন্ত্রাসী খুন, ডাকাতি, দস্যুতা ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি শুটার সুমন ওরফে আক্কাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সে একজন চিহ্নিত সন্ত্রাসী ও মোল্লা ওলিয়ার রহমান হত্যা মামলার চার্জশিটভুক্ত আাসামি।