gramerkagoj
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫ ১৬ ভাদ্র ১৪৩২
gramerkagoj
অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি
প্রকাশ : শুক্রবার, ১৫ মার্চ , ২০২৪, ০৪:১২:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট , ২০২৫, ০২:৫৯:২৮ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-03-15_65f4157e5a2dc.jpg

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি রয়েছেন। । আজ শুক্রবার (১৫ মার্চ) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।
হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় এ গণমাধ্যম জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতালে আনা হয় অমিতাভ বচ্চনকে। তার হার্টে এনজিওপ্লাস্টি করানোর কথা থাকলেও তা করানো যায়নি।
নবভারত টাইমসের তথ্য অনুসারে, অমিতাভের পায়ে এনজিওপ্লাস্টি করানো হয়েছে।
গত বছরের মার্চে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-এর শুটিং করতে গিয়ে ডান পাজরে গুরুতর আঘাত পান অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস বেড রেস্টে ছিলেন তিনি। চলতি বছরের শুরুতে অমিতাভের কব্জিতে অস্ত্রোপচার হয়।
শারীরিক অসুস্থতা অমিতাভকে অক্টোপাসের মতো ঘিরে ধরলেও এখনো দাপিয়ে কাজ করে যাচ্ছেন ৮১ বছর বয়সী এই অভিনেতা।

আরও খবর

🔝