gramerkagoj
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪ ৬ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
খোকন মিয়ার তাক লাগানো কাঠের সাইকেল
প্রকাশ : শনিবার, ১৬ মার্চ , ২০২৪, ১২:৪৬:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:৪৪:৫৭ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-03-16_65f5400c159d2.jpg

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি বিজিবি ক্যাম্পবাজার এলাকার কাঠমিস্ত্রি খোকন মিয়া (২৮) নামে এক তরুণ এলাকাবাসীকে তাক লাগিয়ে দিলেন কাঠের বাইসাইকেল তৈরি করে। নিজের মেধায় সম্পূর্ণ কাঠ দিয়ে তিনি বাইসাইকেলটি বানিয়েছেন। মাত্র পাঁচ হাজার টাকায় তৈরি খোকনের এই সাইকেলটি দেখতে এলাকাবাসীরা প্রতিদিনই ভিড় জমাচ্ছেন। কেউ একটু চালিয়ে দেখছেন, কেউবা বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলছেন। খোকন মিয়া ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা নওকুচি গ্রামের বাসিন্দা।
খোকন মিয়া পেশায় কাঠমিস্ত্রি হলেও তার কারিগরি কোনো জ্ঞান নেই। পড়ালেখা করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। শখ থাকলেও অর্থের অভাবে কিনতে পারেননি বাইসাইকেল। ইচ্ছা ছিল কাঠের বাইসাইকেল তৈরি করার। এরপর মেধা খাঁটিয়ে একমাস পরিশ্রম করে তৈরি করেন কাঠের বাইসাইকেলটি।
নওকুচি গ্রামের যুবক আনসার আলী বলেন, ‘খোকন ভাই যখন সাইকেলটি বানান তখন আমরা বিশ্বাসই করতে পারতাম না যে সে কাঠ দিয়ে সাইকেল বানাতে পারবে। কিন্তু দেখলাম ঠিকই সাইকেল বানিয়ে ফেলেছেন তিনি। আবার এই সাইকেলে চরে ঘুরেও বেড়ান।’
খোকন মিয়া বলেন, বাইসাইকেলের চাকা, প্যাডেল, সিট, হ্যান্ডেলসহ সবকিছুই কাঠের। এতে রয়েছে হাইড্রলিক ব্রেক, ডিজিটাল হেডলাইট ও আধুনিক হর্ন। বিশেষভাবে রং করার পর ভিন্ন রূপ পেয়েছে কাঠের সাইকেলটি। আর এই বাইসাইকেল তৈরি করতে খরচ হয়েছে পাঁচ হাজার টাকা। তবে সহযোগিতা পেলে ভবিষ্যতে কাঠের মোটরসাইকেল তৈরি করার ইচ্ছা আছে বলে জানিয়েছেন খোকন মিয়া।
স্থানীয় হাসিবুল মিয়া, বোরহানউদ্দীন এবং আব্দুস সাকুর বলেন, ব্যতিক্রমী এ বাইসাইকেলের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দূরদূরান্ত থেকে অনেকে দেখতে আসছেন সাইকেলটি। কাঠ দিয়ে সাইকেল তৈরি করা সম্ভব এটা অনেকের কাছেই অবিশ্বাস্য ছিল। তাই প্রত্যেক দর্শনার্থী ওই সাইকেল পাশে রেখে ছবি তুলছেন, ভিডিও গ্রাফি করছেন আবার কেউ সেলফি তুলে নিজ নিজ ফেসবুক আইডিতে ছবি আপলোড করছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন, ‘আমার ইউনিয়নের কাঠমিস্ত্রি খোকন মিয়া কাঠ দিয়ে বাইসাইকেল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ছেলেটার মেধা আছে, তাকে যদি সরকার থেকে পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমি চেষ্টা করবো আমার পরিষদের পক্ষ থেকে তাকে সহযোগিতা করার জন্য।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝