gramerkagoj
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪ ২৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মার্চ , ২০২৪, ০৩:৪১:০০ পিএম
পিরোজপুর সংবাদদাতা:
GK_2024-03-19_65f952f23c430.jpg

পিরোজপুরে স্ত্রীকে হত্যার মামলায় ১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে র‌্যাব -৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম জেলার সদর উপজেলার চলিশা গ্রামের মৃত জবেদ আলী খানের ছেলে ও নাসিমা বেগমের স্বামী। এর আগে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে জেলার পৌরসভার কৃষ্ণচূড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর জেলার সদর থানার ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়াতলা নামক স্থানে একটি ডোবায় হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পিরোজপুর সদর থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, মামলাটি সি আই ডি তদন্ত করে। তদন্তে নাসিমার স্বামী নজরুল ইসলাম তাকে হত্যা করে একটি পরিত্যক্ত ডোবায় ফেলে রেখে যায় বলে তথ্য মেলে। ওই মামলায় নজরুল ইসলাম ১৪ বছর ধরে পলাতক ছিলেন। তার পলাতক থাকা অবস্থায় আদালত মামলার রায় দেন।

আরও খবর

🔝