gramerkagoj
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ভারতীয় পণ্য বর্জনের আহবান ১২ দলীয় জোটের
প্রকাশ : শনিবার, ২৩ মার্চ , ২০২৪, ০১:২৮:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-03-23_65fe84c5489e0.jpg

এবার ১২ দলীয় জোট ভারতীয় পণ্য বর্জনের আহবান জানিয়েছে। শনিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এ আহবান জানান।
একটি গণবিরোধী দখলদার শক্তিকে বার বার মদদ যোগাচ্ছে ভারত। যার ফলে অধিকার বঞ্চিত হচ্ছে বাংলাদেশের জনগণ এবং দেশের সার্বভৌমত্ব ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। অন্যদিকে সীমান্তে বাংলাদেশীদের বিএসএফ পাখির মতো গুলি করে হত্যা করছে প্রতিনিয়ত। এর প্রতিবাদ হিসেবে সামজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের আহবান জানিয়েছে বিভিন্ন সংগঠন ও অনলাইন এক্টিভিস্টরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ২১ মার্চ ভারতীয় পণ্য বর্জনে সংহতি জানিয়েছে। এবার বিএনপির সাথে সংহতি জানিয়ে ভারতীয় পণ্য বর্জনের আহবান জানিয়েছে ১২ দলীয় জোট।
বিবৃতি দাতারা হলেন, শাহাদাত হোসেন সেলিম, মুখপাত্র ১২দলীয় জোট,সৈয়দ এহসানুল হুদা, সমন্বয়ক ১২ দলীয় জোট, আহসান হাবিব লিঙ্কন, মহাসচিব জাতীয় পার্টি, মুফতি মহিউদ্দিন ইকরাম-মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, রাশেদ প্রধান-সিনিয়র সবসভাপতি, জাগপা, ফারুক রহমান- চেয়ারম্যান, লেবার পার্টি ও সামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ কল্যান পার্টি।
উল্লেখ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্রই এখন “ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে” উত্তাল। ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সুতরাং ১২ দলীয় জোটও বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের সাথে বিএনপির মতো ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝