gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
টেকনাফ থেকে আবারও ৮ জনকে অপহরণ, মুক্তিপণ দাবি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ১০:৫১:০০ এ এম
কক্সবাজার সংবাদদাতা:
GK_2024-03-28_6604f4869b933.jpg

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় থেকে আবারও ৪ কিশোরসহ ৩ যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মুক্তিপণ হিসাবে তাদের অভিভাবকদের কাছে ৫ লাখ টাকা দাবি করছে দুর্বৃত্তরা। এই নিয়ে অপহরণের শিকার হয়েছেন আটজন।
অপহৃতরা হলেন—টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের করাচিপাড়া এলাকার বেলালের দুই ছেলে জুনাইদ (১২) ও মোহাম্মদ নূর (১০), একই এলাকার লেদুর ছেলে শাকিল (১৫), শহর আলীর ছেলে ফরিদ আলম (৩৫), নুরুল ইসলামের ছেলে আকতার (২৫), নাজির হোসেনের ছেলে ইসমাইল প্রকাশ সোনায়া (২৪), রইক্ষং এলাকার কালা মিয়ার ছেলে ছৈয়দ হোছাইন বাবুল (৩৩) এবং একই এলাকার আকবরের ছেলে ফজল কাদের (৪৫)।
বুধবার (২৭মার্চ)সকালে টেকনাফের হোয়াইক্যং রইক্ষ্যং বাদিবন্যা পাহাড়ি এলাকায় জঙ্গল কাটা ও গরু চরাতে গিয়ে অপহরণের শিকার হন এই ৮ জন। অপহৃতদের মুক্তির জন্য পরিবারের কাছ থেকে জনপ্রতি তিন লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের হোয়াইক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী।
তিনি বলেন, ‘আমার এলাকার ৮ জনকে অস্ত্রের মুখে অপহরনকারীরা তুলে নিয়ে গেছে। তারা স্বজনদের কাছে কল দিয়ে জনপ্রতি ৩লাখ টাকা মুক্তিপণও দাবি করেছে। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তবে যে হারে অপহরণ হচ্ছে সাধারণ মানুষ খুব আতঙ্কে আছেন।’
টেকনাফ হোয়াইক্ষং এলাকার বাসিন্দা ফরিদ বলেন, ‘যেভাবে অপহরণ হচ্ছে দিনেও ঘর থেকে বের হতে ভয় করে।’
অপহরণ ঠেকাতে পুলিশ কঠোর হচ্ছে না বলে সমালোচনাও করেছেন তিনি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওসমান গনী বলেন, ‘হোয়াইক্ষং ইউনিয়ন রইক্ষং এলাকা থেকে ৮ জনকে অপহরণের বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।’
এর আগে মঙ্গলবার(২৬মার্চ) হোয়াইক্যং কম্বনিয়া পাহাড়ি এলাকায় গরু চরাতে গিয়ে অপহরণের শিকার হন দু’জন তারা এখনও ফেরেননি।

আরও খবর

🔝