gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অবসরের বিষয়টি স্পষ্ট করলেন মেসি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৭:৩০:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-03-28_660572ba220a5.jpg

ধারণা করা হয়েছিল ২০২২ বিশ্বকাপ জয়ের পর অবসরে যাবেন মেসি। কিন্তু না, ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে খেলার ঘোষণা দেন। তারপরও মেসি কবে অবসর নিবেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিয়মিত। সেই প্রশ্নের জবাব দিয়েছেন সময়ের সেরা ফুটবলার।
তিনি জানিয়েছেন, অবসর নেওয়ার ক্ষেত্রে বয়স কোনো বিষয় হবে না। ঠিক কখন থামতে হবে তা আমার জানা আছে। যখন মনে হবে দলের সাফল্যে অবদান রাখতে পারছি না, তখনই বুট জোড়া তুলে রাখবো।
তিনি আরও বলেন, আমি খুবই আত্ম সমালোচক। আমি জানি কখন আমি ভালো, কখন আমি মন্দ, কখন আমি ভালো খেলি এবং কখন বাজে খেলি। যখন আমার মনে হবে এখনই আমার থামা উচিত। অবসর নেওয়া উচিত। তখনই নিয়ে নিবো। সে সময় অবশ্যই আমার বয়স কতো সে সম্পর্কে ভাববো না।

আরও খবর

🔝