gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাক বিতন্ডায় জড়ালেন তামিম
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৭:৩৮:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-03-28_6605740703456.JPG

ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সাথে বাক বিতন্ডায় জড়িয়েছেন তামিম ইকবাল। প্রাইম ব্যাংক-মোহামেডান ম্যাচ চলাকালিন, ড্রিঙ্কস ব্রেকে মাঠে ব্যাটারদের জন্য ছাতা ও পানির সাথে চেয়ার ঢুকতে না দেয়ায় আম্পায়ারদের সাথে তর্কে জড়ান দেশসেরা এই ওপেনার।
বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে মোহামেডানের বিপক্ষে ব্যাটিং করছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৩৬ তম ওভার শেষে দেওয়া হয় ড্রিঙ্কস ব্রেক । দুই অপরাজিত ব্যাটার ৯৭ রান করা পারভেজ ইমন, আর ৩১ করা সাব্বির রহমানের জন্য ছাতা, পানি, আর চেয়ার নিয়ে মাঠে আসে প্রাইম ব্যাংকের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। কিন্তু আম্পায়রা মাঠের চেয়ার অ্যালাও করেনি। চেয়ার নিয়ে বের হয়ে যাবার নির্দেশ দেন।
কিন্তু দুই আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তামিম ইকবাল। ড্রেসিংরুমের সামনের ডাগআউট থেকে চেয়ার ঢুকতে না দেয়ার প্রতিবাদ করতে মাঠে ঢুকে পড়েন তামিম। মাঠে এসে লম্বা সময় আম্পায়ারদের সাথে তর্ক করেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।
দুই ফিল্ড আম্পায়ার সাইদ মোজাহিদুজ্জাম ও সাইফুল ইসলামকে তামিম বলতে থাকেন আন্তর্জাতিক ক্রিকেটে এমন নিয়ম আছে । তাহলে ঘরোয়া লিগে কেন দেওয়া হবে না অনুমতি। এক পর্যায়ে তামিম ইকবাল ও তিন আম্পায়ারের এই ঘটনায় যুক্ত হন কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।
কিন্তু প্রাইম ব্যাংক কোচ ও অধিনায়ক দু’জনই আম্পায়ারদের বোঝাতে ব্যর্থ হন। নিয়ম বহির্ভুত হওয়ায় সিদ্ধান্তে অটল থাকেন আম্পায়াররা।

আরও খবর

🔝