gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে চাঞ্চল্যকর বায়োজিদ হত্যা মামলার দুই আসামি র‌্যাবের অভিযানে আটক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৮:৩৬:০০ পিএম , আপডেট : শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ১১:০৫:২৪ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-03-28_66058da8e43dd.jpeg

যশোরে চাঞ্চল্যকর প্রকৌশলী বায়োজিদ হত্যা মামলার আরও দুই আসামি আটক হয়েছে। গত ২৭ মার্চ গভীর রাতে র‌্যাব-১ এর সহযোগিতায় ঢাকার উত্তরার ভাটারা থানাধীন ঢালীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন র‌্যাব-৬ যশোর কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন।
আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার গদখালী নবীনগরের রাজু আহম্মেদ রাজু ও সদর উপজেলার লেবুতলার আব্দুর রহমান রাজন। এরআগে এ হত্যার সাথে জড়িত মোস্তাফিজুর রহমান খোকা নামে আরেক আসামিকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। খোকা এ হত্যায় জড়িত থাকার বিষয়টি আদালতে স্বীকারও করেছেন।
গত ২৫ মার্চ রাতে যশোরে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের লোন অফিসপাড়ার চালের আড়ৎ থেকে তার কর্মী খুলনার সোনাডাঙ্গা এলাকার বায়োজিদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও তার ভাই রাকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়সহ নয় জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। এ মামলার তিন আসামিকে আটক করা হলেও মূল আসামিরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।
মামলার অন্য আসামিরা হলেন, চৌধুরী কন্সস্ট্রাকশনের সাবকণ্টাক্টর শহিদুল ইসলাম, শাহ আলম, যশোর শহরের লোন অফিসপাড়ার জসিম মোল্লা ও হাজী আব্দুল করিম রোডের মহব্বত আলী মন্টু ।
অভিযোগে বলা হয়েছে, মুল্লুক চাঁদের ঢাকার বসুন্ধরার একটি নির্মাণাধীন বাড়ির ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন বায়োজিদ। এক পর্যায়ে তাকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা চুরির অপবাদ দিয়ে চাকরি থেকে বাদ দেয়া হয়। পরে বায়োজিদ খুলনায় বাড়িতে চলে আসেন। আসামিরা খুলনা থেকে ওই টাকা আদায়ের জন্য বায়োজিদকে ধরে যশোরে এনে পিটিয়ে হত্যা করে।
মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার এসআই শরীফ আল মামুন জানান, আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ওই দুই আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানানো হবে।

 

আরও খবর

🔝