gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কলেজ ছাত্রীর সাথে বিয়ের নামে প্রতারণায় ইউএস বাংলার কর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ১০:২৮:০০ পিএম , আপডেট : শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৫:১৬:৪৬ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-03-28_66059aea4b242.jpg

যশোরে কলেজ ছাত্রীকে বিয়ের নামে প্রতারণা এবং শারীরিক সম্পর্কের অভিযোগে ইউএস বাংলা এয়ারলাইন্সের চেকিংম্যানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী ওই ছাত্রী নিজেই বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে এ মামলাটি করেন। বিচারক ইমরান আহম্মেদ মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে আদেশ দিয়েছেন। অভিযুক্ত হৃদয় কুমার দাস জয় বাঘারপাড়া উপজেলার সাদীপুর গ্রামের দিলিপ কুমার দাসের ছেলে।
বাদী মামলায় বলেছেন, তিনি যশোর সরকারি এমএম কলেজে লেখাপড়া করেন। ২০২৩ সালের ১৫ জানুয়ারি ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরই সূত্র ধরে বাদীকে সাথে নিয়ে বিভিন্নস্থানে ঘোরাফেরা করার পরে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় হৃদয় দাস। কিন্তু তিনি বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক করতে রাজি হয়নি। ফলে একই বছরের ১০ মার্চ বিকেল ৪টার দিকে ছাত্রী মেস থেকে বাদীকে ডেকে যশোর শহরের বড়বাজার কালী মন্দিরে নিয়ে যায়। সেখানে মন্দির শপথ করে হৃদয় বলে তাকে বিয়ে করেছে। এরপর ওইদিনই সদর উপজেলার ভেকুটিয়া কলোনী মোড়ে আলম কাজীর ভাড়াটিয়া বাড়িতে নিয়ে মেয়েটির সাথে
শারীরিক সম্পর্ক করে হৃদয়। এভাবে দিনের পর দিন বিভিন্নস্থানে এবং হৃদয়ের আত্মীয় বাড়িতে নিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক চালাতে থাকে। কিন্তু এখন তাকে ঘরে তুলতে রাজি হচ্ছে না প্রতারক হৃদয়। চলতি বছরের ১৪ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে হৃদয়কে ডেকে আনেন মেয়েটি। এসময় তাকে বাড়িতে নিয়ে সংসার করার কথা বললে হৃদয় তাকে বিয়ের কথা অস্বীকার করে চলে যায়। ফলে বিয়ের নামে প্রতারণা করে শারীরিক সম্পর্ক করে অপরাধ করায় মেয়েটি আদালতে মামলা করেছেন।

আরও খবর

🔝